চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানে সুবাইতা নাহিন (১৮) নামে এক তরুণীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাহিনকে মৃত ঘোষণা করেছেন।
ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজ শয়ন কক্ষে তিনি বিষপান করেন। নাহিন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের খিতাপচর গ্রামের আদু খাঁ বাড়ির মো.মনিরুল ইসলামের মেয়ে।
নাহিনের মা হাসিনা বেগম গণমাধ্যমকে জানান, আমি পরিবার নিয়ে দীর্ঘদিন বাসা ভাড়া নিয়ে বসবাস করছি। নাহিন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজের শয়ন কক্ষে সকলের অগোচরে বিষপান করে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাকে চমেক হাসপাতালের এক নম্বর ওয়ার্ডের জরুরি বেডে ভর্তি করা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, বিষপানে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।