চট্টগ্রাম জিয়া স্মৃতি পাঠাগার স্টল সহ ২০২৫ অমর একুশে বই মেলা পরিদর্শণে বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সম্মানিত সদস্য, তরুণ রাজনীতিবিদ ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
এসময় তিনি জিয়া স্মৃতি পাঠাগার স্টলে আড্ডা ও চা চক্রে অংশ নিয়ে উপস্থিত লেখক-পাঠক-দর্শণার্থীদের উদ্দেশ্যে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুগে যুগে এমন কিছু ক্ষণজন্মা বৈষম্যহীন উদারমনের মানুষের জন্ম হয় যারা দেশ-কাল পেরিয়ে বিশ্বদরবারে কর্মগুণে নিজ অবস্থান স্থায়ী করে নেন। তেমনি একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম।
জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সাংগঠনিক কমিটির সহ-প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খান ও পাঠাগার নয়া পল্টন, কেন্দ্রীয় অফিস প্রতিনিধি মোঃ শাহীন মিয়ার তত্ত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি, চসিক অমর একুশে বই মেলা ২০২৫ আয়োজক কমিটির সদস্য সচিব সাহবুদ্দীন হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা, লেখক সাইফুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমাজ সেবা কর্মকর্তা মামুনুর রশিদ, অনন্য রাষ্ট্র নায়ক বইয়ের লেখক জহিরুল ইসলাম জহির, নারী নেত্রী বেগম রওশন আরা, সৈনিক জিয়া কেন জনতার জিয়া বইয়ের লেখক রায়হানুল আনোয়ার রাহী, এডভোকেট হাসনা হেনা, লেখক মাহবুব খালেদ, কাজী জাহাঙ্গীর আলম, কমল বইয়ের লেখক আসিফ আহমদ, সমাজ কর্মী হাবিবা সুলতানা, সৈয়দ আহসান খালেদ, সাংস্কৃতিক কর্মী ফারুকুল আলম চৌধুরী সহ বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিক, পাঠক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।