মিরসরাইয়ে অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই, ১৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর গ্রামের শেখ আহম্মদ মৌলভী বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ওই বাড়ির মৃত কবির আহমদের ছেলে নুর মোহাম্মদ রাজন ও মোঃ আবদুল মান্নানের টিনসেটের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
জানা গেছে, রাজন ও মান্নান কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। থাকার ঘর, নগদ টাকা, স্বর্ণ পুড়ে যাওয়ায় দুই ভাই নিঃস্ব হয়ে গেছে। মূলধন হারিয়ে পথে বসে গেছেন দুইজনই।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোঃ আবদুল মান্নান বলেন, সোমবার সকালে আমার বড় ভাই রাজনের ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। আমার অসুস্থ ভগ্নিপতিকে দেখার জন্য তারা ঘরে তালা লাগিয়ে গতকাল গিয়েছিল। আগুন মুহুর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে আমার ঘরে থাকা আট আনা স্বর্ণ, নগদ ২ লাখ টাকা ও আমার ভাইয়ের ৪ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ টাকা পুড়ে যায়। শরীরে থাকা কাপড় ছাড়া ঘরের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডে আমাদের দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। বদ্ধ ঘরে আগুন লাগার কথা না। কেউ শত্রুতাবশত আগুন লাগিয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা দরকার।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহমদ হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুই ভাইয়ের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বুঝা যাবে।