বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত ৩৪তম রোটার্যাক্ট ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করে ‘বেস্ট ক্যাম্পার’ খেতাব অর্জন করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থী স্বপ্নীল মাহমুদ।
গত ২০ ফেব্রুয়ারি রাতে বাকৃবি’র সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ছয় দিনব্যাপী এ রোটার্যাক্ট ট্রেনিং ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ড. মো: মেহেরুল হাসান ও কোর্স কো-অর্ডিনেটর মোজাম্মেল হকসহ অন্যান্য রোটারিয়ান সদস্যরা।
পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ ও সংগঠনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালায় দ্বিতীয় ‘বেস্ট ক্যাম্পার’ মনোনীত হয়েছেন রিয়া খাতুন। এছাড়া, সেরা দল হিসেবে মনোনীত হয়েছে ‘টিম ভিশনারিজ’। আর দ্বিতীয় সেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে ‘টিম অদম্য ৩৪’।
স্বপ্নীল মাহমুদ শুধু ‘বেস্ট ক্যাম্পার’ খেতাবই অর্জন করেননি। তিনি সান্ধ্যকালীন সাংস্কৃতিক প্রতিযোগিতার ‘রম্য সাংবাদিকতা’ সেগমেন্টে প্রথম স্থান অর্জন করেন। এ প্রতিযোগিতায় তাঁর সহশিল্পী ছিলেন মোসা: হাবিবা খাতুন। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় তাঁর দল “অন্বেষণ” দ্বিতীয় স্থান অর্জন করে। বিতর্ক দলে স্বপ্নীলের সঙ্গে ছিলেন মো: মাহমুদুল হাসান ও জুবায়ের হোসেন।