শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে কাপ্তাই সড়কে বেপোরোয়া বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ছুনু বড়ুয়া নামের (৪৫) বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরো তিনজন। গত ২২ ফেব্রুয়ারী শনিবার দিবাগত রাত ১১টার দিকে রাউজানের নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াপাড়া একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক ছুনু বড়ুয়াকে মৃত ঘোষনা করে। এবং আহতের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ছুনু বড়ুয়া রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গোদারপার গ্রামের মৃত বীর মোহন বড়ুয়া মেয়ে। আহতরা হলেন নিহত ছুনু বড়ুয়ার মা দিপালী বড়ুয়া (৭০) ছোট বোন বর্ণা বড়ুয়া (৪০)ও সিএনজি চালক মন্টু বড়ুয়া। নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর একটি হাসপাতাল থেকে তাদের মা দিপালী বড়ুয়াকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গেলে বেপোরোয়া গতির একটি বালুবাহী ট্রাক সাথে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।স্থানীয় প্রত্যক্ষদশীরা জানান, নোয়াপাড়া পল্লী বিদ্যুত অফিসের সামনে বেপোরোয়া গতির একটি বালুবাহী ট্রাক সিএজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ছুনু বড়ুয়া। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার বিষয়ে রাউজান থানার ডিউটি অফিসারকে ফোন করা হলেও ফোন রিসিভ করেনি ।
বেপরোয়া বালুবাহি ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে মহিলার মৃত্যু

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন