শফিউল আলম, রাউজান ঃ যথাযোগ্য মর্যদায় রাউজানে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রæয়ারী শুক্রবার একুশের প্রথম প্রহরে রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রদ্বা নিবেদন করেন, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা মুক্তিযোদ্বা সংসদ, রাউজান থানা প্রশাসন, রাউজান উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, রাউজান প্রেস ক্লাব, রাউজান সরকারী কলেজ, রাউজান আর আর এ সি সরকারী উ”চ বিদ্যালয়, রাউজান সালামত উল্ল্রাহ উ”চ বিদ্যালয়, রাউজান সুরেশ বিদ্যায়তন, রাউজান সুলতানপুর উ”চ বিদ্যালয়, রাউজান খোলেয়াড় সমিতি, রাউজান পৌর কাপড় ব্যবসায়ী সমিতি, রাউজান রোজ গার্ডেন ক্লাব, রাউজান ষ্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাউজান উপজেলা স্কাউটস, পুস্পস্তবক অর্পন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিশান বিন মাজেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্বা জানিয়ে বক্তব্য রাখেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অংছিং মারমা, রাউজান থানার ওসি বশিরুল আলম ভুইয়া, রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান সরকারী কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, রাউজান আর আর এ সি সরকারী উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসতাক আহম্মদ। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, যুবদল নেতা এইচ এম নুরুল হুদা, জি এম মোরশেদ, মহিউদ্দিন, ওয়াসিম প্রমুুুুুখ। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। এছাড়া ও রাউজানের বিভিন্ন এলাকায় সামাজিক সাস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্টান ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেন ।