মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): রাজপথে থেকেই সবসময় ছাত্ররা নতুন বাংলাদেশ বির্নিমান করেছেন, সেই ৫২ থেকে শুরু হয়ে ২৪ এর জুলাই-আগস্টে ছাত্ররা দেখিয়ে দি়ল, তাদের রক্ত কখনো বৃথা যায়না।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কর্ণফুলী সরকারি কলেজ মাঠে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসবে যুব সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র এবং যুবকরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে। তবে দেশকে বদল করার আগে নিজেদেরকে বদলাতে হবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতর বক্তব্য রাখেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিএসপিআইর ছাত্র তাহসিন কবির রাতুল, কাপ্তাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং তারুণ্য উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মো. হোসেন।
পরে জেলা প্রশাসক তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এদিকে তারুণ্যের উৎসবের শেষ দিনে মেলা মঞ্চে সন্ধ্যা রাত ৯ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।