কক্সবাজারের উখিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। কোলে দুধের শিশু নিয়ে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েন তারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কোটবাজারে তল্লাশি করে এসব মাদক কারবারিদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতার ব্যক্তিরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ ইউনিয়নের রোহিঙ্গা মৃত মোহাম্মদ হোসেন স্ত্রী নুর বেগম (২৬), টেকনাফের পূর্ব সিকদারপাড়া এলাকার জুলেখা বেগম (৩০), টেকনাফের হ্নীলা ইউনিয়নের মো. ইসমাইলের স্ত্রী হামিদা বেগম (২৫)।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি গাড়িতে মাদক আছে এমন গোপন সংবাদে উখিয়ার কোট বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এমতাবস্থায় টেকনাফ থেকে আসা একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশিকালে ৩ নারী মাদক কারবারির কাছ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়৷ বিশেষ কৌশলে এসব ইয়াবা পাচার করছিল তারা।
তিনি আরও বলেন, ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।