কক্সবাজারের টেকনাফে অপহরণকারী চক্রের অন্যতম হোতা আবু তালেবকে আটক করেছে বিজিবি। অপহরণকারীদের হাত থেকে পালিয়ে একজন আসলেও, পাহাড়ে অপহৃত অবস্থায় রয়েছেন আরও ৪ ব্যক্তি।
সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-বিজিবি অধিনায়ক আশিকুর রহমান ।
আটক অপহরণকারী আবু তালেব (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত ফজল হকের ছেলে।
অপহৃতরা হলেন— টেকনাফ সদর ইউনিয়ন নয়াপাড়া এলাকার বাসিন্দা, মো. মনির আহমেদের ছেলে মো. জাবের (২৮), মো. মাহমুদ হোসেনের ছেলে মো. রায়হান মনু (২০), মো. সেলিমের ছেলে মো. রায়হান (১৮), মো. জমির আহমেদের ছেলে মো. জাকারিয়া (১৮)।
টেকনাফ ২-বিজিবি অধিনায়ক আশিকুর রহমান বলেন, নয়াপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে এবং কুখ্যাত অপহরণকারী দলের মূলহোতা মো. আবু তালেব (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় তার চক্রান্তের জাল বিস্তার করে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আবু তালেব গত ৯ ফেব্রুয়ারি মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে ৫ জন স্থানীয় নিরীহ লোককে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় তার সহযোগীদের হাতে তুলে দেয়। এ সময় তাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরে ১০ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মো. জাবের (২৮) নামের অপহৃত এক ব্যক্তি অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। এ ঘটনায় অপহৃত আরও চারজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
অপহরণকারীদের হাত থেকে মুক্ত হয়ে আসা জাবের আলী জানান, বাড়ি থেকে বের করে আবু তালেব ও তার সহযোগীরা তাদেরকে নির্মম নির্যাতনের মুখে জিম্মি করে মুক্তিপণ দাবি করছিল। পরবর্তীতে অপহৃত ভুক্তভোগীদের পরিবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপিতে এসে অভিযোগ জানালে, বিওপি কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। পরে বিজিবি টহলদল স্থানীয় জনগণের সহায়তায় অপহরণকারী তালেবকে আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করে।