কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সামছুন নাহার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজাপালং ইউনিয়নের আমিনপাড়া এলাকায় ছুরিকাঘাতের এঘটনা ঘটে।
নিহত সামছুন নাহার (৪০) বান্দরবানের থানচি টিএন্ডটি রহমান আলী পাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেনের স্ত্রী।
উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, কে বা কারা সোমবার রাতের দিকে রাজাপালংয়ের আমিনপাড়া মসজিদের সামনে সামছুন নাহার (৪০) নামের এক মহিলার পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে মারা যান৷
ওসি আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অপরাধীদের শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।