বিগত ১৫ বছর একটানা ক্ষমতায় থেকে বিগত সরকার সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভাজন আর অবক্ষয় তৈরী করেছে। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে সামাজিক যে ব্যবস্থা তার কাঠামো ধ্বংস করে নিজেদের অযোগ্য লোকজনকে সমাজের দায়িত্বশীল বানিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। কথায় কথায় মানুষকে মারধর আর হামলা মামলার মাধ্যমে নির্যাতন চালিয়েছে। এখন সামাজিক বন্ধন অটুট করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করতে হবে বলে দাবি করেছেন জেএএম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরী এফসিএ।
শুক্রবার (৭ ফেব্রæয়ারী) রাত ৮টায় নিউ নিউ মনছুরাবাদ সমাজ কল্যান পরিষদের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে অনুষ্ঠিত সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী আরও বলেন, সামাজিক সম্পৃতি বাড়াতে হবে। মানুষের মধ্যে বিভেদ আর অনৈক্য শান্তি বয়ে আনেনা। এদেশ সবার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিনে মানবিক রাষ্ট্র গঠনে ভ‚মিকা পালন করতে হবে। সেটা শুরু করতে হবে পরিবার, সমাজ, এলাকা সর্বক্ষেত্রে।
সমাজ কল্যান পরিষদের সাবেক সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও কমিটির সদস্য মোঃ সোলাইমান এর পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যূগ্ম আহবায়ক কাজী সালাহ উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মা ও শিশু হাসপাতালের যূগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, চট্টগ্রাম মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী সখিনা বেগম, জেল পরিদর্শক ও মহানগর মহিলা দল নেত্রী কামরুন্নাহার লিজা, উত্তর কাট্টলী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামশুল আলম, আব্বাস রশিদ, আকবরশাহ থানা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াসুদ্দিন টুনু,নেজাম উদ্দিন, হাসান মাহমুদ, তাজুদ্দিন লিটন,সুজন প্রমূখ।
আলোচনা সভায় জেএএম ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।