মিরসরাই প্রতিনিধি :
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মিরসরাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিনের নেতৃত্বে মিঠাছরা বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কমসূচি পালন করা হয়।
এসময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা জাসাসের আহবায়ক প্রফেসর ছলিম নিজামী, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব মো. কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, সদস্য সচিব সাখাওয়াত হোসেন মানিক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সুজাউল হক, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন মিয়াজী, দিদারুল আলম, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য মেজবাহ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আমজাদ হোসেন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক রাশেদুল ইসলাম, সদস্য সচিব আশরাফ রিয়াজ, সদর ইউনিয়ন যুবদল নেতা ফখরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সদস্য সচিব জোবায়দা শিরিন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা সবার কাছে পৌঁছে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। ধারাবাহিকভাবে উপজেলাব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এতদিন মানুষের ভোটের অধিকার হরণ করে রেখেছিল শেখ হাসিনা সরকার। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছি।
মিরসরাইয়ে বিএনপির লিফলেট বিতরণ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন