মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে বিনামূল্যে ৩ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) উপজেলার ৪নং ধুম ইউনিয়নের নাহেরপুর উচ্চ বিদ্যালয়ে ক্লিফটন গ্রæপের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এসময় চানি পড়া ৯০ জন রোগীকে বাছাই করা হয় বিনামূল্যে অপারেশনের জন্য।
লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই ও লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই এর আয়োজনে এবং মতিউর রহমান চেয়ারম্যান স্মৃতি সংসদ ও পাঠাগারের সার্বিক সহযোগিতায় চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়।
এসময় চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন, সদস্য আবদুল আউয়াল চৌধুরী, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন তাহের আহমেদ, নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধুম ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, লায়ন মঈন উদ্দিন মনি, মতিউর রহমান চেয়ারম্যান স্মৃতি সংসদ ও পাঠাগারের উপদেষ্টা মো: শহিদ উল্ল্যাহ, সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, জহির, সমাজসেবা সম্পাদক জসিম, দপ্তর সম্পাদক নাসির উদ্দীন সুমন, সদস্য রাহাত, আবির পমুখ।
লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন মঈন উদ্দিন মনি বলেন, ক্লিফটন গ্রæপের সৌজন্যে ধুম ইউনিয়নের নাহেরপুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ৩ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এসময় চানি পড়া ৯০ জন রোগীকে বাছাই করা হয় বিনামূল্যে অপারেশনের জন্য। আগামী ১৯ এপ্রিল চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে তাদের বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে। এসময় রোগীদের আসা-যাওয়া, থাকা-খাওয়া আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় করা হবে।
মিরসরাইয়ে বিনামূল্যে ছানি অপারেশন হবে ৯০ রোগীর
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন