মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার চুরি হওয়া মালামালসহ দুইজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের সওদাগর বাড়ির আবুল কালামের পুত্র মো. সাইফ চৌধুরী (২২) ও জহির উদ্দিন ভ‚ঁইয়া বাড়ির জেবল হকের পুত্র মো. জিসান (২০)।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা দুইজনকে আটক করার খবর পেয়ে পুলিশের একটি টিম তাদের থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছে চুরি হওয়া একটি বৈদ্যুতিক মোটর উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কারখানার চুরি একটি বৈদ্যুতিক মোটরসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গত ২৩ জানুয়ারি অর্থনৈতিক অঞ্চলের এনডি নামের একটি কারখানার মালামাল চুরি হওয়ার মামলায় আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে কারখানা চুরির মালামালসহ আটক

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন