সেলিম উদ্দীন, ঈদগাঁও: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল বলেছেন.
আওয়ামীলীগের নিযুক্ত মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। সুতরাং লুটপাটের রাজনীতি বিএনপি বিশ্বাস করেনা। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার আদায়ের লক্ষে রাজনীতি করে গেছেন। সাম্য ও মানবিক দেশ বিনির্মানে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছেন। আজকের এই সভা থেকে অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো দ্রুত নির্বাচন দিয়ে আপনারা আপনাদের সংস্কার কাজ বেগবান করুন।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবদুল কাদের মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাপিতখালী মদিনা গাড়ির মাঠে আয়োজিত সম্মেলন ও কাউন্সিলে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ।
আয়োজিত সম্মেলন ও কাউন্সিলে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি ছানাাউল্লাহ, আবদু ছালাম, আকতার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছৈয়দ আলম, হারুন রশিদ দাদা, উপজেলা ছাত্রদল সাবেক আহবায়ক নুরুল হুদা নকশা, উপজেলা তাতী দলের সভাপতি আবদুল জব্বার, উপজেলা মহিলা দলের আহবায়ক খুরশিদা আক্তার, ঈদগাঁও উপজেলা যুবদল আহবায়ক বেলাল উদ্দিন, আজমগীর, আজিজুল হক রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাওলানা ফোরকান আহমদ। এসময় ইউনিয়ন বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।