সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে
গতকাল বুধবার(২২ জানুয়ারি) জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্টানের উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ মো: মহিউদ্দিন।
প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ডা: এহছান, বিশিষ্ট সমাজ সেবক বেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি হিজবুল্লা, হাবিব আজাদ ও মাহাতির প্রমুখ।
ছাত্রীদের লাল ,সবুজ, হলুদ, নীল ও সাদা দলে বিভক্ত করে প্রতিযোগিতা শুরু হয়। প্রত্যেক দলে আলাদা শিক্ষক সহযোগতাকারী হিসেবে রয়েছে। প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আহমদ কবির। সার্বক্ষনিক মনিটরিয়ে ছিলেন সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন।