মিরসরাই প্রতিনিধি: ‘এসো স্মৃতির অঙ্গনে মিলি প্রীতির বন্ধনে’ এই স্লোগানে চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ে আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বিদ্যালয় ক্যাম্পাস। পুরো এলাকায় সাজ সাজ রব, পুরো বিদ্যালয় প্রাঙ্গনে করা হয়েছে আলোকসজ্জা। অনুষ্ঠান সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি ) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বিদ্যালয় ক্যাম্পাসে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিয়ম সভায় এসব তথ্য নিশ্চিত করেছেন পুনর্মিলনী উদযাপন পরিষদ। পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিয়ে প্রায় ৫ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
মতবিনিয়ম সভায় উদযাপন পরিষদের আহবায়ক প্রিয়তোষ নাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও পুনর্মিলনী উদযাপন পরিষদের সমন্বয়ক সালাউদ্দিন সেলিম, আহমেদ জসীম, মাহফুজুল হক মনি, তাপস কুমার ভৌমিক, শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব জামশেদ আলম,বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষক রফিউজ্জামান, প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা আবদুল্ল্যাহ চৌধুরী, সমন্বয়ক জসিম উদ্দিন ভূঁইয়া, প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে, মো. হানিফ, প্রমুখ।
অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক প্রিয়তোষ নাথে বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সবগুলো ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থী সহ প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। সুন্দরভাবে অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শৃঙ্খলা রক্ষার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা নিয়োজিত থাকবে। যে যার জায়গা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে জমকালো একটি অনুষ্ঠান হওয়ার ব্যাপারে আশাবাদী। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।