চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, সততা ও দেশপ্রেম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছিয়েছে। মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা এবং দক্ষ ও জনপ্রিয় রাষ্ট্রনায়ক হিসেবে শহিদ জিয়া জাতির ইতিহাসে ও আমাদের জাতীয় জীবনে যে অনন্য সাধারণ ভূমিকা ও অবদান রেখে গেছেন তা-ই তাকে জনগণের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। স্বদেশ প্রেম, গণতান্ত্রিক ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি সুগভীর শ্রদ্ধা দেশের উন্নয়ন, জনকল্যাণে ঐকান্তিক আগ্রহ এবং ব্যক্তি সততার সুনাম তাকে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এক স্মরণীয় ও জননন্দিত ব্যক্তিত্বে পরিণত করেছে। দেশের প্রতিটি দুর্যোগে জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। তাই শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে ৫নং মোহরা ওয়ার্ডস্থ দক্ষিণ মোহরা এলাকার সামাজিক ও ক্রীড়া সংগঠন আল-মাহদী কর্তৃক আয়োজিত অলিম্পিক ‘ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহিদ জিয়ার স্বপ্ন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে শোষণমুক্ত সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা। তিনি বাংলাদেশকে স্বনির্ভর ও আত্মপ্রত্যয়ী করার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। তার সল্প সময়ের শাসনাামলে বাংলাদেশের অর্থনীতি সহ সকল ক্ষেত্রে ঈর্ষান্বিত উন্নতি সাধিত হয়। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি, শিল্প ও রেমিট্যান্সের ক্ষেত্রে তিনি বিপ্লবের সূচনা করেন। উৎপাদনমুখী রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীন পররাষ্ট্রনীতি, ন্যায়ভিত্তিক শোষণমুক্ত সমাজ ব্যবস্থা -এই বিষয়গুলো ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
টুর্নামেন্ট এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৫নং মোহরা ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান, সিজেএমসিএল এর উপ-ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম, এম. এ হামিদ, চান্দগাঁও থানা জামায়াতের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, মানিক চৌধুরী, সাখাওয়াত হোসেন। শহিদুল করিম রাসেল এর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম বাদশার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জমির উদ্দিন মানিক, মো. ইব্রাহিম, মো. আলমগীর, আকতার হোসেন, মনছুর আলম, শহীদুল ইসলাম ছোটন প্রমুখ।