নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডস্থ লালদিঘি পাড় মহল মার্কেটের সম্মুখে ময়লার সেকেন্ডারি স্টেশনের নবনির্মিত শেড উদ্বোধন করেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
এসময় মেয়র বলেন, ওয়ার্ডের বিভিন্ন জায়গা ও অলিগলির ময়লা সংগ্রহ করে খোলা জায়গায় রাখা হতো এবং এ ময়লা-আর্বজন গুলো পথচারীদের চলাচলে ব্যাঘাত সৃস্টি করতো ও দুগন্ধ ছড়াতো। এই এসটিএস নির্মাণের ফলে এখন আর ময়লা আর্বজনার কারণে পথচারীদের চলাচলে কোন সমস্যা হবে না এবং দুর্গন্ধ ছড়াবেনা। তিনি বলেন, এ শহর আমার আপনার সবার। ভবিষ্যৎ প্রজম্মকে গ্রীন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি উপহার দিতে সকলের সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মোঃ হাসান, মো. রাশেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।