কক্সবাজারের টেকনাফে দেশীয় তৈরি বন্দুকসহ মো. ইউনুচ (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য জানান।
আটক মো. ইউনুচ টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার রুস্তম আলীর ছেলে।
আ. ম. ফারুক বলেন. মঙ্গলবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকায় কতিপয় লোকজন মাদকের চালাল লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক কয়েকজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে পাওয়া যায় দেশীয় তৈরি একটি বন্দুক।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।