শফিউল আলম, রাউজানঃ রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির উপর হামলার ঘটনা সংগঠিত হয়েছে।
গত সোমবার, ২০ জানুয়ারি দুপুরে রাউজান উপজেলা অডিটোরিয়াম এ হামলার ঘটনা ঘটে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেইসবুকে রাফির উপস্থিতিতে হট্টগোলের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে হট্টগোলের দৃশ্য দেখা গেছে।
রাউজানের ছাত্র প্রতিনিধি (সমন্বয়ক হিসেবে পরিচিত) এম. আবেদীন সাজিদ বলেন, ‘আবদুল্লাহ আল হামিম নামে একজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা ছাত্রলীগ ও সেন্টাল বয়েজ অব রাউজানের সদস্য। এই ঘটনার সাথে জড়িত আবদুল্ল্রাহ আল হামিমকে গত সোমবার দিবাগত রাতেই পুলিশ আটক করেছে। গত ২০ জানুয়ারী সোমবার রাউজান উপজেলা অডিটেরিয়ামে রাউজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গণঅভ্যুত্থান ও মতবিনিময় সভায় যোগ দেন রাফি। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল ঘটনা প্রবাহ, চলমান সংকট ও নিরসন, আজকের প্রজন্ম ও আগামীর বাংলাদেশ৷ সেখানে রাফির উপর হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরীর সাথে গতকাল ২১ জানুয়ারী মঙ্গলবার বিকালে ফোন করে ঘটনার বিষয়ে জানতে চাইলে, ‘অনুষ্ঠানে কিছু ছাত্রলীগের কর্মী শিক্ষার্থী সেজে প্রবেশ করার প্রচেষ্টা চালায় ।
অনুষ্টানে প্রবেশ করতে ব্যর্থ হয়ে তারা রাফির উপর হামলা করে। ঘটনার বিষয়ে ৫জনের নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামী করে রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর গত ২০ জানুয়ারী সোমবার দিবাগত রাতেই হামলার ঘটনার সাথে জড়িত আবদুল্ল্রাহ আল হামিমকে পুলিশ গ্রেফতার করে। গতকাল ২১ জানুয়ারী মঙ্গলবার আটক আবদুল্ল্রাহ আল হামিমকে পুলিশ আদালতে সোর্পদ করেন।