মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহ শাহী জামে মসজিদ উন্নয়নে বেস ডালাই কাজের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার (২১জানুয়ারি) সকালে। দীর্ঘ প্রায় পাঁচ দশক পর উন্নয়ন কাজ শুরু করা হলো।
উন্নয়ন-কনসার্ট কাজের বেস ডালাই কাজের উদ্বোধন করেন কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্নর অধিনায়ক লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েল পিএসসি। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহ শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল আলিম কালাম, প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, মসজিদ কমিটির সহ-সভাপতি মো. বেলাল হোসেন, উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মুক্তার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য ইমান আলীসহ মসজিদ কমিটির সকল সদস্। মসজিদ কমিটির সভাপতি আব্দুল আলিম কালাম জানান, মসজিদটি ১৯৬৭ সনে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৫৮ বছর পর রাঙামাটি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪ তলা বিশিষ্ট ফাউন্ডেশন নতুন ভাবে মসজিদটি তৈরি করা হচ্ছে।