“সংস্কৃতির চর্চায় অগ্রণী ভূমিকা রাখলে সব সহযোগিতা দেয়া হবে। আপনাদের সংগঠন “বিশ্বতান” আন্তর্জাতিক পরিমন্ডলেও অবদান রেখে চলছে এতে আমি বিষম খুশি। আপনাদের সংগঠনের মতো সংগঠন দেশে তথা চট্টগ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় অবদান রাখবে আশা করি। যদি তা হয় তাহলেই আমাদের সন্তানরা শিক্ষা-দীক্ষার পাশাপাশি মানবিক মানুষ হয়ে উঠতে আর দেরি হবে না।”
গতকাল ১৯ জানুয়ারি বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নবাগত কালচারাল অফিসার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আয়াজ মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে দেশের তথা চট্টগ্রামের নন্দিত সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক ও মানবমূল্যাণমূলক সংগঠন আন্তর্জাতিক বিশ্বতানের কর্মকর্তারাদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র কর্মকর্তা বিশিষ্ট সংগঠক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, চাইখোয়াইমং মারমা, প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী, অর্থ সম্পাদক রুনা বড়ুয়া, অপি পাল, আদ্রিতা পাল ও রায়না চৌধুরী প্রমুখ।