শফিউল আলম, রাউজানঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানা আয়োজনে রাউজানে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয় ।
১৫ জানুয়ারী (বুধবার) দুপুরে রাউজান উপজেলা প্রশাসনের সহায়তায় রাউজান পৌরসভার উদ্যোগে ” এসো দেশ বদলাই,পৃথিবিী বদলাই, প্রতিপাদ্য বিষয়ের নানা কর্মসুচি ও অনুষ্টানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাউজান পৌরসভার কর্মকর্তারা শিক্ষার্থীদের নিয়ে বনাঢ্য র্যালী বের করেন । র্যালীটি রাউজান পৌরসদর প্রদিক্ষন করে। র্যালী শেষে এলাকায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছনতা অভিযান পরিচালনা করেন। পরবর্তী জলবদ্বতা নিরসন করতে খাল অবমুক্ত কর্মসুচি ঘোষনা করা হয় । পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে আত্নকর্মী যুব সংগঠন, যুব উদ্যোক্তা,তরনদের নিয়ে যুব সমাবেশের আয়োজন করা হয় । রাউজান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও রাউজান পৌরসভার প্রশাসক অং ছিং মারমার সভাপতিত্বে অনুষ্টিত যুব সমাবেশ ও উপজেলা পরিষদ হলে আয়োজিত আলোচনা সভায় রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাউজান পৌরসভার নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।