কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উখিয়ার হাকিমপাড়াস্থ ১৪ নং ব্লক-বি ক্যাম্পে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহত শিশু মো. ছৈয়দ উল্লাহ (১০) ১৫ নং ক্যাম্পের ব্লক-এফ/২৬ এর ইমাম হোসেনের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন ক্যাম্প-১৪ এর ব্লক-এ/৪ এর মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর (১৫) এবং একই ক্যাম্পের জুনায়েদের ছেলে এনায়েত রহমান (০৬)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ সেখানে কাজ করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
ক্যাম্পের স্থানীয়রা জানিয়েছেন, মাটিচাপায় দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে আরেক জন এখনো মাটির নিচে আটকা রয়েছেন। জীবিত উদ্ধার হওয়া দুই জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।