বীর মুক্তিযোদ্ধা, নারী নেত্রী, লেখিকা, শহীদজায়া বেগম মুশতারী শফীর ৩য় মৃত্যুবার্ষিকী আগামী (২০ ডিসেম্বর)
শুক্রবার। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর স্বামী চিকিৎসক মোহাম্মদ শফী এবং একমাত্র ছোট ভাই এহসানুল আনসারী পাকিস্তানী সেনাবাহিনীর হাতে শহীদ হন। বেগম মুশতারী শফীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে সকাল থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূতিকাগার এনায়েত বাজারস্থ নিজ বাসভবন “মুশতারী লজে” কোরআন খতম, দুপুরে তাঁর বাসায় দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা গ্রহণ এবং বাদে আসর এনায়েত বাজার জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
তাঁর আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।