চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটকরা হলেন: মোহাম্মদ (২৭), রুবেল মিয়া (২৫), মো. মেহেদী হাসান নাজির (২২), প্রিয়তোষ সরকার (২২), মো. জিতু মিয়া (৩২) ও মো. টিপু (২৫)।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন ইদ্রিস মেকানি বড় মিয়ার কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘আটকদের কাছ থেকে ৫২টি তাস এবং নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় মামলা করা হয়েছে।