বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) এক আলোচনা সভা সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল নবী আলকাদেরী’র সভাপতিত্বে ও প্রচার সচিব আলহাজ্ব মুহাম্মদ আমান উল্লাহ আমান’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত ও নাতে রাসূল (দ.) পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন খোকন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বিজয় দিবসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক এম নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, মাওলানা কাজী মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ ইসমাইল হোসাইন, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন খোকন, মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান।