দাদা মরহুম হাজী সৈয়দ আহমদ। জন্মস্থান কালারমার ছড়া ইউনিয়নের চিকনী পাড়া গ্রামের জমিদার ও সমাজসেবক। জনকল্যাণে সর্বদা নিবেদিত। গ্রামীণ জনপদের পরিচিত মুখ। জনগণের চলাচলের সুবিধার্থে জন্মভিটার অংশ ছেড়ে দিতে যিনি কখনো কুণ্ঠাবোধ করেননি। তাঁর সেবা, ত্যাগ এবং দরদ এর মূল্যায়ন করতে বারবার ব্যর্থতার গ্লানিতে পর্যবসিত হয়েছি।
বোরবার(১৫ ডিসেম্বর) দীর্ঘদিনের পুঞ্জীভূত চিন্তার প্রতিফলন ঘটাতে পেরে মহান স্রষ্টার নিকট অশেষ কৃতজ্ঞতা ও শোকরিয়া জ্ঞাপন করছি।
আজ আমার দাদা আলহাজ্ব সৈয়দ আহমদের নামে সড়কটির ফলক উন্মোচিত হলো। উদ্বোধক ছিলেন জনাব আবু আহমেদ ( ভারপ্রাপ্ত চেয়ারম্যান), কালারমার ছড়া ইউনিয়ন পরিষদ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রভাষক নুরুল হক মেহেদী, উদ্ভিদ কর্মকর্তা কায়ছার উদ্দিন, মৌলানা আবু জাফর, কবি জহির সিদ্দিকী, ট্রেইনার মোঃ ওসমান কামাল , সংগঠক শামীম শাহাবুদ্দিন, শিক্ষক জসিম উদদীন রানা, আবদুস সালাম মেম্বার, সমাজসেবক নুরুল আমিন, মোহাম্মদ ফয়সল, আবদুর রহমান সহ চিকনীপাড়ার জনগণ।
এক সাক্ষাতকারে কবি জহির সিদ্দিকী বলেন- আমার দাদা হাজী সৈয়দ আহমদ ছিলেন অত্যন্ত উদার এবং সাহসী মানুষ ছিলেন। এতদঅঞ্চলের হত দরিদ্র মানুষের সু:খে দু:খে সবসময় পাশে থাকতেন। অনেকদিন পর হলেও হাজী সৈয়দ আহমদ এর নামে সড়কের নামকরণ এবং উদ্বোধন করতে পেরে আমি এবং এলাকাবাসী খুব আনন্দিত। আমি মনে করি, একজন সমাজসেবকে মূল্যায়ন করতে পারলাম।