পাহাড়িকা ট্রেনের বগি খুলে আলাদা হয়ে পড়ায় প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি পুনরায় চালু হলো।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির হোসেন।
তিনি জানান, পাহাড়িকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি যথাযথ সময় অনুযায়ী সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় কমলগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর আসলে আকস্মিকভাবে দুটি বগি খুলে আলাদা হয়ে পড়ে। ট্রেন কর্তৃপক্ষ বিষয়টি আঁচ করতে পাড়ায় তাৎক্ষণিকভাবে চলন্ত ট্রেনটি থামিয়ে দেন। পরে বগি দুটি একত্রিত করে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বগি দুটির আটকানো স্ক্রু হয়তো ঢিলে ছিল। এতে বগি দুটি খুলে আলাদা হয়ে যায়। তবে হতাহতের খবর পাওয়া যায় নি।