শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু (৩৮) নামে দুর্বৃত্তের গুলিতে মারাত্বকভাবে আহত হয়েছেন।
গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে দশটার সময়ে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাট প্রকাশ সোমবাইঁজ্যা হাটে এ ঘটনা ঘটে।আহত আনোয়ার হোসেন বাচলু কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমিরপাড়ার আবদুস সালামের ছেলে।
তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারী।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক ব্যক্তি জানায়, মাটি কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, ‘আনোয়ার হোসেন বাচলু আমাদের রাউজান উপজেলা যুবদলের সদস্য।’রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম চৌধুরী বলেন, ‘সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শনে করেছি। তদন্ত করা ছাড়া ঘটনার বিবরণ বলা যাচ্ছে না।ঘটনার পর ’গুলিবিদ্ধ মারাত্বকভাবে আহত যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলুকে স্থানীয়রা উদ্বার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তার অবস্থা আশংকাজনক হওয়ায় পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহত যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।