চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে একই দিনে ২ স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। তারা দু’জনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
একজন ফটিকছড়ি গার্লস স্কুলের শিক্ষার্থী ৷ তার নাম সানজিদা ইসলাম।
তার ভাই জানান, ‘আমার বোন বুধবার সকাল ৯ টায় ফটিকছড়ি গার্লস স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিবিরহাট বাস স্টেশন থেকে যে কোনভাবে নিখোঁজ হয়। তাকে অপহরণ করা হয়েছে বলে দাবী করেন তিনি।
একইভাবে পরিক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয় অপরজন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নিহা। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেইসবুকে নিখোঁজ হয়েছে কিংবা অপহরণ হয়েছে মর্মে পোষ্ট দেয়া হয়েছে।
সানজিদা ইসলামের বাবা ও নিহার চাচা বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে জানান, এ বিষয়ে পুলিশ ও সেনা বাহিনীকে লিখিত অভিযোগ করা হয়েছে ।এ খবর জানাজানি হলে উপজেলার সর্বত্র আতংক ছড়িয়ে পড়ে।