চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে হাটহাজারী- নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম শাহাদাৎ হোসেন (৪২)। নিহত সিএনজি অটোরিকশা চালক শাহাদাৎ ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মৃত আজিজুল হক চৌধুরীর ছেলে।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন গণমাধ্যমকে জানান, বিকালে নাজিরহাটমুখী একটি পিকাআপের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় অটোরিকশা চালক শাহাদাৎ। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. নবিলা আক্তার গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি সিএনজি অটোরিকশা চালক বলে জানতে পেরেছি। তার মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।