চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এবার চালু হয়েছে ‘দ্রুতযান স্পেশাল সার্ভিস’।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে নিউমার্কেট পর্যন্ত এ সেবার উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার।
জানা যায়, দ্রুতযান বাস সার্ভিসে ৪০ টাকার ভাড়া এখন চবি শিক্ষার্থীদের জন্য হবে ২৫ টাকা। শিক্ষার্থীদের মুরাদপুর যেতে খরচ হবে ২৫ টাকা এবং নিউমার্কেট যেতে লাগবে ৩০ টাকা। প্রতি ২০ মিনিট পরপর চবির জিরো পয়েন্ট থেকে ছেড়ে যাবে একটি করে বাস।
জিরো পয়েন্ট থেকে প্রথম বাস ছেড়ে যাবে সকাল ৬টায় এবং শেষ বাস যাবে রাত সাড়ে ১০টায়। একইভাবে নিউমার্কেট থেকে জিরো পয়েন্টের উদ্দেশে প্রথম বাস ছাড়বে সকাল ৬টায় এবং শেষ বাস আসবে রাত সাড়ে ১১টায়।
এ বিষয়ে উদ্বোধন বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার জানান, প্রাথমিক পর্যায়ে ৪০টি বাস দিয়ে সার্ভিস শুরু হবে, যা প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি করা হবে। এই সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তি অনেকটাই নিরসন হবে। দ্রুতযান সার্ভিস চালুর ফলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবেন।’