চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ স্কুলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) উম্যাং মারমা।
তিনি গণমাধ্যমকে জানান, এক যুবকের মরদেহ পাওয়া গেছে স্কুলের মাঠে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তার বয়স আনুমানিক ২৭ বছর হবে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।