চট্টগ্রাম বন্দর থেকে কাভার্ডভ্যানের নিচে কৌশলে লুকিয়ে কম্পিউটার সামগ্রী চুরি করার সময় এক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত চোরের নাম মো. ফখরুল ইসলাম (৩১)। তিনি জিয়ান এন্টারপ্রাইজের চালক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে বন্দরের ২ নম্বর গেটে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।
বন্দর সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, কম্পিউটার সামগ্রী গুলি আজ জেআর ইয়ার্ডে কায়িক পরীক্ষা করা হচ্ছিল।
এ সময় কৌশলে ২৫ হাজার টাকা দামের পণ্য চুরি করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, জেআর ইয়ার্ডে কায়িক পরীক্ষার সময় দায়িত্বরত এসএস ট্রেড ইন্টারন্যাশনালের জেটি সরকার মোহাম্মদ সাইফুল ইসলাম কম্পিউটার সামগ্রীগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।