চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) এবং রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের যৌথ উদ্যোগে উচ্চতর ডিগ্রি করে আসা বিদেশ ফেরত শিক্ষকদের নতুন লেকচার সিরিজ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়মিত গবেষণাভিত্তিক লেখালেখি ও প্রকাশনার আহবান জানান।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২:০০ টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদে অনুষ্ঠিত নতুন লেকচার সিরিজ বিষয়ক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. নছরুল কদির।
চবি উপাচার্য বলেন, শিক্ষকতা ও গবেষণা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রধান কাজ। সারা পৃথিবীতে পাঠকের সংখ্যার চেয়ে লেখকের সংখ্যা বেশি। কিন্তু চর্চার অভাবে আমাদের অনেকের লেখক সত্ত্বার বিকাশ ঘটে না। এ অবস্থা কাটিয়ে উঠতে হবে এবং আমাদের লেখক সত্ত্বার বিকাশ ঘটাতে হবে। একজন আদর্শ লেখকের দ্বারা শিক্ষার্থী, সমাজ, দেশ, জাতি ও রাষ্ট্র উপকৃত হয়।
তিনি চবি আইকিউএসি ও রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক গবেষণা বক্তৃতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং এর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। নিয়মিত গবেষণা সেমিনারের মাধ্যমে সম্মানিত শিক্ষকরা জ্ঞান-বিজ্ঞানের নিজ শাখার বাইরে অন্য শাখা সম্পর্কেও ভালো ধারণা নিতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, গবেষণার মাধ্যমে পৃথিবী আজ এগিয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি। তিনি আরও বলেন, আজকের পৃথিবীকে বাসযোগ্য,আনন্দায়ক ও সহজতর করে তোলার পিছনে রয়েছে গবেষণার ফল।কেউ গবেষণা করুক বা না করুক, বুঝুক বা না বুঝুক, তার জীবনকে আধুনিক গবেষণার ফলাফল সহজতর ও উপভোগ্য করে তুলছে। যেকোন প্রতিষ্ঠানে একজন ভালো সিদ্ধান্ত গ্রহণকারীকে দুটি প্রশ্নের উত্তর অবশ্যই জানতে হয়, একটি হল গ্রাহকের চাহিদা কি ? দ্বিতীয়টি হল গ্রাহকের সে চাহিদা কিভাবে পূরণ করা যায়? এই দুটি উত্তর দিতে হলে দরকার নিয়মিত ও মানসম্পন্ন গবেষণা। তিনি আরও বলেন, প্রফেসর ড. কাজী আহমদ নবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক হিসেবে সর্বপ্রথম শিক্ষকদের পিএইচডি, এমফিল গবেষণাকর্মসমূহের সারসংক্ষেপ সংবলিত একটি বই প্রকাশ করেন। তিনি দেশ-জাতির কল্যাণে গবেষণাকর্মকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, চবি আইকিউএসি গবেষকদের জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে। এ জন্য এ প্রতিষ্ঠান কৃতিত্বের দাবিদার।তিনি দেশ-জাতির কল্যাণে কাজে আসে এমন গবেষণা কর্ম পরিচালনা করার জন্য গবেষকদের আহবান জানান। তিনি গবেষণা ও সে সম্পর্কিত নানাবিধ কার্যক্রম আরও সম্প্রসারিত করার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. নছরুল কদির এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে চবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ও আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব এ কে এম গোলাম মহিউদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ঊদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন চবি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন এবং বিজনেস সেশন পরিচালনা করেন চবি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন।
মূল সেশনে সম্প্রতি ইতালির University of Naples Federico II থেকে ২ বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রাম শেষ করে আসা একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ তাহসিন আবেদিন তার থিসিস ‘Firm Level Diversity and Systematic Tail Risk’ এর মূলকথা সংক্ষেপে উপস্থাপন করেন এবং অস্ট্রেলিয়ার Australian National University থেকে ২ বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রাম শেষ করে আসা ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব শারমিন আকতার তার থিসিস ‘The Role of Entrepreneurial Capabilities on the Socio-Cultural Adaptation of Women Immigrant Entrepreneurs in Australia’ এর মূল বিষয়সমূহ উপস্থাপন করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ গুরুত্বপূর্ণ লেকচার সিরিজ বিষয়ক কর্মশালার আয়োজন মূলত বিদেশ থেকে মাস্টার্স, এমফিল বা পিএইচডি শেষ করে আসা এবং দেশে পিএইচডি বা এমফিল শেষ করা নতুন শিক্ষকদের জন্য। এই কর্মশালার উদ্দেশ্য হলো উচ্চশিক্ষায় নতুনতর ধারণা, গবেষণা ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান বিনিময় ও শিক্ষকদের দক্ষতা উন্নয়ন। এ প্রোগ্রামটি নিয়মিত প্রতি মাসের প্রথম মঙ্গলবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।