এশিয়ান স্পেশালাইষ্ট প্রেজেন্ট (বিজিসিএফ) এ্যাওয়ার্ড পেলেন আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি চট্টলার কৃতি সন্তান বিশিষ্ট সংগঠক সংগীত শিল্পী নরেন সাহা। তাঁকে বর্ষসেরা অর্গানাইজার হিসেবে এ পুরষ্কার প্রদান করা হয়।
গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক অনুষ্ঠানর নরেন সাহাকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা চলচিত্র শিল্পী, নির্মাতা, সংগীত শিল্পী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ গ্রীণ লিফ ম্যাগাজিনের সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয়,SA TV pvt. Ltd. এর সিনিয়র নিউজ প্রেজেন্টার রূপা নূর, এশিয়ান স্পেশালিষ্ট হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আলী প্রমুখ।
এদিকে এশিয়ান স্পেশালাইষ্ট প্রেজেন্ট BGCF award 2024 প্রাপ্তিতে বিশ্বতান পরিবারের সর্বস্থরের কর্মকর্তারা নরেন সাহার উত্তর উত্তর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছেন।