মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): পার্বত্য জেলায় অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে জয়িতা সম্মাননা পেল কাপ্তাইয়ের রিজা মনি। তিনি উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের আপষ্ট্রিম জেটিঘাট এলাকার বাসিন্দা।
সোমবার (৯ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা।
জয়িতা সম্মাননা প্রাপ্ত কাপ্তাইয়ের রিজা মনি উপজেলার একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে বেশ প্রশংসা অর্জন করেছেন। তিনি ইতিমধ্যে নিজ হাতের তৈরি কেক, মিষ্টি ও বিভিন্ন খাবার ক্রেতাদের কাছে সরবরাহ করে উপজেলায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তার ফেসবুক পেইজ থেকে উপজেলা ছাড়াও দুর-দুরান্তের অনেক ক্রেতারা ক্রয় করে বেশ প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তিনি নিজে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেক নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করছেন।
নারী উদ্যোক্তা রিজা মনির আলাপকালে তিনি জানান, তার এই অর্জনে স্বামী মোঃ জাহেদুল ইসলাম এবং পরিবারের সদস্যদের ব্যাপক অবদান রয়েছে। স্বামীর অনুপ্রেরণা নিয়ে তিনি আজ একজন সফল উদ্যোক্তা। তিনি ভবিষ্যতে পিছিয়ে পড়া নারীদের জন্য আরও কাজ করবেন বলে আশা করছেন।