শফিউল আলম, রাউজান ঃ রাউজান কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস, সাবেক তুখোর ছাত্রনেতা, রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য আলহাজ¦ দিদারুল আলম চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যু দুই ছেলে-মেয়ে ও স্ত্রীসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। পরিবার সূত্রে জানা যায়, দিদারুল আলম দুপুরে বুকে ব্যথা অনুভব করলে রাউজানের একটি বেসরকারী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। তিনি রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর ফিতর মোহাম্মদ চৌধুরী বাড়ির মরহুম গোলাফুর রহমানের বড় সন্তান। রাত ৯টায় স্থানীয় ঈদগাঁ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ আলহাজ¦ দিদারুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দঃখ প্রকাশ করেছেন রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিত, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামিমুল ইসলাম চৌধুরী শামু, ফিতর মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।