মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) কাপ্তাইয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ওইদিন বেলা ১১ টায় কাপ্তাই উপজেলা সদরের কাপ্তাই,-চট্টগ্রাম সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, তাহলে দেশ ও সমাজ দূর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাবে, আমরা উপজেলার সকল কর্মকর্তা,শিক্ষক সহ সকলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো”।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কাপ্তাই স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. প্রবীর খিয়াং, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রুইলা অং মারমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, উপজেলা সহকারী তথ্য কমর্কর্তা দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, উপজেলা যুব উন্নয়ন কমর্কতা মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ ইস্রাফিল হোসেন, শিক্ষক মোঃ হানিফ, রুপসী কাপ্তাই সম্পাদক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবির হোসেন, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কমিটির সহ-সভাপতি নূর বেগম মিতা প্রমূখ।