খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টাকারী গোপীনাথ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরার সভাপতিত্বে এতে বক্তব্য দেন- উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের প্রতিনিধি পিংকি বড়ুয়া, টিআইবি-খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমান, উইমেন রিসোর্স নেটওয়ার্ক জেলা সমন্বয়কারী নমিতা চাকমা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রতিনিধি নক্ষত্র ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের প্রতিনিধি উক্যনু মারমা।
এছাড়া বিভিন্ন সামাজিক, মানবাধিকার এবং নারী কল্যাণ সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, গত ২৭ নভেম্বর ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটি নির্দিষ্ট পরিবারকে নয়, পুরো সমাজকে প্রভাবিত করছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে যেন এমন অপরাধের শিকার কেউ না হন। এ ঘটনায় বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।