মোটরসাইকেল নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া রাবার বাগান এলাকায়।
নিহত শিক্ষার্থীর নাম মো: জুবায়ের (১৭)। সে কাঞ্চননগর ইউপির ৩নং ওয়ার্ডের মো: খোরশেদ সওদাগরের ছেলে। ছেলে ফটিকছড়ি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: মুছা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো: মুছা বলেন- সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে পৌরসভার রাঙামাটিয়া রাবার বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় জুবায়ের। এরপর প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।