চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যের বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
হাত বিচ্ছিন্ন হওয়া সদস্যের নাম আবু জাফর মুন্না (৩৫)।
রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নগরীর কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন আরএবির এই সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।
তিনি বলেন, রোববার (১ ডিসেম্বর) সকালে রেলওয়ে স্টেশেনে দায়িত্বপালন করছিলেন আবু জাফর। বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন প্রবেশের সময় কদমতলী রেললাইনে পিছলে গিয়ে ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে হাত বিচ্ছিন্ন হয়ে যায় আবু জাফরের। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।