খাগড়াছড়িতে তথ্য মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
সকালে টাউন হল থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। র্যালিটি শাপলা চত্বর হয়ে টাউন হলে এসে শেষ হয়।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তথ্য মেলার স্টলগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অতিথিরা।
আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি বেলা রানী দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, সিনিয়র সনাক সদস্য মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভার আগে ডিসপ্লে প্রদর্শনী করা হয়। এ সময় তথ্য প্রদর্শন ও অতিথিদের বক্তব্যের মাধ্যমে জনসাধারণ কীভাবে তথ্য সেবা নিশ্চিত করতে পারে সে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়।