লামা-আলীকদম সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় পাথর ভর্তি ২টি ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়।
তাৎক্ষণিক ভাবে গাড়ি চালক ও হেলপারের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজক বলে জানা গেছে।