আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘পদত্যাগে বাধ্য’ করা চট্টগ্রামের বেসরকারি হাজের-তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এস এম আইয়ুব মারা গেছেন।
শনিবার(২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে আইয়ুবের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ভাগ্নে টিপু। শিক্ষক আইয়ুবের বয়স হয়েছিল ৫৯। তার বাড়ি বাঁশখালীতে।
এর আগে অবস্থার অবনতি হলে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে থাকা অবস্থায় দুপুর ১২টার দিকে না ফেরার দেশে চলে যান তিনি।
আইয়ুবের সহকর্মী ও শিক্ষার্থীরা দাবি করেছেন, তাকে বলপ্রয়োগ করে পদত্যাগ করানো হয়েছিল। সেদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন।
কলেজ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে কলেজ ক্যাম্পাসে একদল শিক্ষার্থী উপাধ্যক্ষ আইয়ুবের ওপর চড়াও হয়ে তাকে পদত্যাগে বাধ্য করেন। একপর্যায়ে উপাধ্যক্ষ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
শিক্ষক আইয়ুবের ভাগ্নে টিপু বলেন, ‘ওই ঘটনার পর থেকে মামা আর কলেজে যাননি। সেদিনের ঘটনার পর থেকে তিনি মানসিক টেনশনে থাকতেন। তবে আমাদের এ নিয়ে কিছু বলতেন না। শনিবার(২৩ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান- তিনি হৃদরোগে আক্রান্ত। তার অবস্থা ভালো নয়। এর কিছু সময় পরই চিকিৎসক মামাকে মৃত ঘোষণা করেন।’