মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই সুইডিশ মাদ্রাসার ২৩তম বার্ষিক সভা মাদরাসা মাঠে গত শুক্রবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
দারুল উলুম হাফেজীয়া নূরানী মাদরাসা ও এতিম খানায় দিনের শুরুতে শিশুদের সুন্দর হাম,নাত,গজল ও সুন্দর হাতের লেখা প্রদর্শনী করা হয়। বাদ মাগরিব হতে রাত ১২টা পর্যন্ত বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিএসপিআই কাপ্তাইয়ের চীপ ইন্সট্রাক্টর ড.মুহাম্মদ কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ড.নুরুল আবছার আহাজারি। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা গিয়াস উদ্দিন। এসময় অন্যান্য ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন। প্রধান অতিথি ড.নুরুল আবছার বলেন, আমরা দ্বীনের পথ থেকে সরে যাওয়ার কারনে সামাজ তথা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সকলে আল্লাহ ও রাসূলের পথ অনুসরণ করলে এবিপদ হতে মুক্তি পাওয়া যাবে। আসুন সকলে মিলে দ্বীনের পথে আসি।এবং কুরআন হাদিস অনুসরণ করি।