কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোতলে থাকা তরল জাতীয় পদার্থ পান করে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, একই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ধারণা করা হচ্ছে, মদ ভেবে বিষাক্ত কেমিকেল পান করেছিলেন তারা।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম মীর আহমেদ (৩০)। তিনি বড় মহেশখালীর কুলাল পাড়ার বাসিন্দা।
শুক্রবার (২২ নভেম্বর) মহেশখালীতে এই ঘটনা ঘটে।
শুক্রবার (২২ নভেম্বর) মহেশখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন আগে মহেশখালীর কয়েকজন জেলে সাগরে বোট নিয়ে মাছ ধরতে যায়। সাগরে কুড়িয়ে পাওয়া একটি বোতলকে মদ ভেবে তারা সবাই মিলে পান করেন। এ ঘটনায় বড় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজন গুরুতর অসুস্থ হন। পরে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া, আবু সুলতান ও হাফিজুল ইসলাম নামে দুইজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। বাকি তিনজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।