সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানো ও নির্বাচন কমিশন আইন সংশোধনের সুপারিশ করেছেন ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা। সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন স্বচ্ছ ও অবাধ করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতেরও দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা তাদের সুপারিশ তুলে ধরেন।
এ সময়, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশও আসে বৈঠক থেকে। সব সুপারিশ বিবেচনার আশ্বাস দিয়েছেন ইসি সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার।
এদিকে রোববার (২৪ নভেম্বর) শপথ নেয়ার মধ্যদিয়ে দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন সিইসি আর চার কমিশনার। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করে নিয়োগের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন গণমাধ্যমকর্মীরা।
সংশ্লিষ্টরা জানান, একটি অবাধ-অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর অংশ হিসেবে শনিবার (২৩ নভেম্বর) সকালে সংস্কার কমিশনের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক হয়।
সেখানে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য এবং ছবি সংগ্রহে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে সে বিষয়টি নিশ্চিত করার কথা উঠে আসে।
একইসঙ্গে রাষ্ট্রপতিসহ সব জনপ্রতিনিধি নির্বাচনে প্রত্যক্ষ ভোটের ব্যবস্থার কথাও জানানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়েও মত দেন সিনিয়র সাংবাদিকরা।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ তুলে ধরেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোয় ২৩ হাজার কোটি টাকা খরচ হয়। স্থানীয় সরকার নির্বাচন যদি সংসদীয় পদ্ধতিতে করা হয়, তাতে ৬০০ কোটি টাকা খরচ হবে এবং সময়ও কম লাগবে।
‘স্থানীয় নির্বাচনকে সংসদ নির্বাচনের মতো আয়োজন করা উচিত, যেখানে সরাসরি চেয়ারম্যান নির্বাচন হবে না। সেখানে শুধু কাউন্সিলর ও মেম্বার নির্বাচিত হবেন। তারাই চেয়ারম্যান নির্বাচিত করবেন’, যোগ করেন তিনি।
বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বদিউল আলম মজুমদার বলেন, সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার সুপারিশ পাওয়া গেছে। বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এরআগে, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।